সর্বশেষ

6/recent/ticker-posts

ads

ads

আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য


 দুঃখকে বরণ করতে সুখে দুঃখে জনম ভরে প্রশান্তিতে থাকবার চেষ্টা করুন ও যার না আছে সুখ না আছে আনন্দ তার পাশে থাকুন। আমরা দুঃখকে জয় করতে চাই।

আসলে যে চরম দরিদ্রতার মধ্যে বাস করছে সেই মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিই। নানান সামাজিক কাজে অংশগ্রহণ শুধু তাই নয় চরম সুখের অভাব বোধ যারা করছেন, তাদের কষ্টে বাঁচার কৌশল শিখিয়ে দেওয়াটাও একটা মহৎ কাজ।
আমরা চাই এই সকল মানুষের সঙ্গে একে অপরের সম্পর্ক স্থাপনের জন্য মানবতার কল্যাণে একটি স্বাধীন চিন্তার প্লাটফরম তৈরী করা এবং আদর্শভিত্তিক গবেষণা দ্বারা ন্যায়বিচারের সমাধান খোঁজা।
দেশে Over population অনেক সময় ক্ষতিকর হয়, অল্প জায়গায় বেশি জনসংখ্যার দেশে অভাব জেকে বসে, শিক্ষা ব্যবস্থা রুগ্ন হয়ে পড়ে, এবং পর্যাপ্ত শিক্ষার অভাব কর্মসংস্থান সংকুচিত করে সেই সাথে সঠিক নেতৃত্ব ও ব্যবস্থাপনার দক্ষতার দূর্বলতার ফাঁক গলে সমাধানের সকল অভাবনীয় সূযোগ গুলো হাতছাড়া হতে থাকে। আমাদের এই অবস্থার পরিবর্তন আনতে সক্ষম হতে হবে।
দেশে সরকার আছে, প্রশাসন আছেন, আছেন সামাজিক ভিত্তবানরা । কিন্ত নানাবিধ সামাজিক প্রতিকুলতায় সমাজ দিন দিন অবক্ষয় হচ্ছে । যদিও আধুনিক বিশ্ব উন্নত হচ্ছে কিন্ত আমাদের সমাজের কোন পরিবর্তন হচ্ছে না। কিন্ত কেন কি জন্য সেটা তলিয়ে দেখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য ।

Post a Comment

0 Comments